দেশজুড়ে

পাবনার চাটমোহরে পিতাকে মারপিট করার ঘটনায় ছেলে আটক

পাবনা প্রতিনিধি: বাদী মোঃ আতাউর রহমান (৭৫), (সাব পোষ্টমাষ্টার মহেলা পোষ্ট অফিস, চাটমোহর পাবনা, পিতা-মৃত রহিম বক্স, সাং-মহেলা দক্ষিনপাড়া, থানা- চাটমোহর, জেলা-পাবনা। আসামী মজনুর রহমান দীর্ঘদিন ধরিয়া বাদীর অন্যান্য ছেলে মেয়ের হক নষ্ট করিয়া আসামীকে বাদীর নামীয় সমস্ত সম্পত্তি আসামীর নামে রেজিস্ট্রি করিয়া দিতে বলে । বাদী তাহাতে রাজী না হওয়ায় উক্ত আসামীর সহিত বাদীর বিরোধ সৃষ্টি হয়। যাহার ফলে উক্ত আসামী বাদীকে খুন জখম করিবে বলে বিভিন্ন সময় হুমকি দিতে থাকে।

বাদী প্রতি দিনের ন্যায় ইং ১২/১০/২০২১ তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় পোষ্ট অফিসে গিয়ে যথারীতি সরকারী কাজকর্ম করিতে থাকা অবস্থায় ইং ১২/১০/২০২১ তারিখ বেলা অনুমান ১০.১৫ ঘটিকার সময় উক্ত আসামী বাদীর কর্মস্থল পোষ্ট অফিসে অনধিকার প্রবেশ করিয়া বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বাদীর নামীয় সম্পতি আসামীর নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে ।

বাদী তাহাতে রাজী না হওয়ায় উক্ত আসামী বাদীকে পথরোধ করে শারীরিকভাবে নির্মিত নিরর্যাতন করে, উক্ত ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে পুলিশ সুপার পাবনার নির্দেশে চাটমোহর থানা পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেলে বাদীর অভিযোগের প্রেক্ষিতে চাটমোহর থানার মামলা নং-১৪, তারিখ-১৩/১০/২০২১ খ্রিঃ, ধারা- ৪৪৭/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬ পিসি রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button