দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিরাশি-রসুনপুর গ্রামে সাবের আলি(৩০)জাম্বু নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত সাবের ঐ গ্রামের মৃত জাকারিয়ার ছেলে। বুধবার ১৩ অক্টোবর সকালে সাবেরের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সাবের ২ ছেলে ১ মেযের জনক। তার স্ত্রী সোনা বেগম বর্তমানে বিদেশে( জর্ডানে) চাকুরিরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিরাশি-রসুনপুর গ্রামে মৃত সাবের আলি তার ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে সংসার করছিল। কিছুদিন আগে তার স্ত্রী সোনা বেগম শ্রমিকের চাকরি নিয়ে জর্ডানে যান। ঘটনার দিন সকাল
৭ টার দিকে সাবের সবার অগোচরে গলায় দড়ি দিয়ে তার ঘরের বারান্দায় একটি শরের সাথে ঝুলে মারা যায়। পরিবারের লোকজন পরে দেখতে পেয়ে লাশ বারান্দায় নামায়।

খবর পেয়ে থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আত্মহত্যার ঘটনা ধারণা করে ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button