বৃহত্তর চট্টগ্রাম সমিতি কূ্ইব্যাক কানাডা‘র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
214

মোঃ কবির মোল্লা, কানাডা ব্যুরো: বাংলাদেশের ঐতিহ্য কৃষ্টি কালচার চর্চা ও সংরক্ষণে প্রবাসে বাংলাদেশীদের অনেক রেজিস্টার্ড সংগঠন রয়েছে। কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীদের রয়েছে একটি বড় সংগঠন “বৃহত্তর চট্টগ্রাম সমিতি, ক্যুইবেক, কানাডা। চট্টগ্রামের ঐতিহ্য প্রবাসে থেকেও দেখা যায় তাদের অনুষ্ঠানে।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি কূ্ইব্যাক কানাডা‘র বার্ষিক সাধারণ সভা ১১ই অক্টোবর রবিবার রাতে পার্ক ভিউ রিসিপশন হলে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জনাব হাজী আবুল কালাম ( সিনিয়র সহ-সভাপতি )এবং সভা সঞ্চালনা করেন মোঃ আল আমিন সিকদার।

সভার আলোচ্য বিষয় নিয়ে সবার মতামতের ভিত্তিতে ২০১৯-২০২১ সালের কমিটি মেয়াদ ৬ই অক্টোবর ২ বছর পূর্ণ করায় নিয়মতান্ত্রিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সবার সম্মতিক্রমে সমিতির পরবর্তি কার্যক্রম পরিচালনার জন্য একটি এডহক কমিটি গঠন করা হয়।

এই এডহক কমিটির তত্ত্বাবধানে ঈদএ মিলাদুন্নবী, প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও স্বল্প সময়ে মধ্যে একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

২৪ অক্টোবর ঈদ এ মিলাদুন্নবী পার্ক ভিউ রিসিপশন হলে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এডহক কমিটি নিম্নরূপ:
সভাপতি : হাজী আবু ইউনুস সুজন।
সহ-সভাপতি : হাজী আ. স.ম ইসমাইল।
সহ-সভাপতি : মোঃ দিদারুল মোস্তফা।
সহ-সভাপতি : ওসমান হায়দার বাচ্চু।
সহ-সভাপতি: মোঃ লোকমান হাকিম।
সহ-সভাপতি: মোস্তফা কামাল চৌধুরী।
সহ-সভাপতি : জয় দত্ত বড়ুয়া।
সহ-সভাপতি: হাজী আবুল কালাম।

সাধারণ সম্পাদক : মোঃ ইলিয়াস।
যুগ্ম সাধারণ সম্পাদক : মোঃ আল আমিন সিকদার।
যুগ্ম সাধারণ সম্পাদক : মোঃ সিরাজুল ইসলাম।

কার্যকরি কমিটির সদস্যবৃন্দ :
মোঃ রাশেদ চৌধুরী
মোঃ সালাউদ্দিন চৌধুরী
মোঃ নুর মোহাম্মদ চৌধুরী
মোঃ জাবের চৌধুরী
মোঃ আবুল কাশেম
মোঃ আবুল কালাম (মুক্তিযোদ্ধা)
মোঃ সামসুল আলম
মোঃ লিয়াকত আলী
ছোটন বড়ুয়া
মোঃ মহিবুল হাসান