বই পড়ায় আগ্রহ বাড়ানোর কৌশল
মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার: জ্ঞানের আলোয় আলোকিত হবার শ্রেষ্ঠ উপায় হলো বই পড়া। বই ছাড়া বিদ্যার্জন অসম্ভব না হলে দুঃসাধ্য একটি ব্যাপার। সেই বই হতে পারে বিদ্যালয়ে পাঠ্য। বা ব্যক্তিগত প্রচেষ্টায় সংগৃহীত। নিজে নিজে পড়ার জন্য। এককথায় জ্ঞান অর্জন করতে গেলেই বইয়ের প্রয়োজন। যদিও মানুষ প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে থাকে। এই শিক্ষা যে সবক্ষেত্রেই পরিপূর্ণ তা কিন্তু নয়। অসম্পূর্ণতা থাকে বলেই একাডেমিক শিক্ষার প্রয়োজন হয়। জ্ঞানের জগতকে সমৃদ্ধকরণ ও বিষয়ের বিচার বিশ্লেষণে একাডেমিক শিক্ষা তথা বই এর বিকল্প নেই। এ কারণে গবেষণার একটি অন্যতম অনুষঙ্গ বই।
সময়ের পরিবর্তনে মানুষের চিন্তা ও কর্মে অনেক পরিবর্তন হয়েছে। সময়ের সাথে সাথে মানুষও ব্যস্ত হয়ে পড়েছে। অনেকে কাগুজে মলাটের একটি বই হাতে নিয়ে দেখতে চায় না। দশটি বই থেকে সে তার পছন্দ মতো একটি বই কিনতে অনাগ্রহ দেখায়। ক্রমশ মানুষ বইবিমুখ হয়ে পড়েছে। যা মানুষকে ক্রমান্বয়ে জ্ঞানশূন্যর দিকে নিয়ে যাচ্ছে। যদিও তাদের আইসিটিভিত্তিক জ্ঞানে আগের চেয়ে অনেক ডেভলপ হয়েছে।
আমরা জানি, বই নিয়ে একটু নাড়াচাড়া করা, পছন্দের তালিকার বেশ কিছু বই থেকে একটি বই চয়েজ করা, এতেও মানুষের মেধার বিকাশ ঘটে। কিন্তু বর্তমানে অনেকেই এই সময় খরচ করতে চায় না। তারা অনলাইনভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে সস্তায় তথ্য সংগ্রহ করে নেন। এতে ব্যক্তির মেধার দৈন্যতা তো কাটেই না, বরং আরো বেড়ে যায়।
অনেকেই নিজের চাহিদা মোতাবেক কাঙিক্ষত বিষয়টিকে সাজানো-গোছানো পেলেই তাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ কারণে একটি বইয়ের পাতায় বিক্ষিপ্তভাবে যে জ্ঞান ছড়িয়ে থাকে তা আত্মস্থ করে নিজের মতো কিছু করে নিতে চান না। তাই অনেকেই এখন তথ্য সংগ্রহের জন্য অনলাইনকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন।
অনেকের বাসায় বইয়ের সংগ্রহ থাকার পরেও তা সেই বইগুলো ব্যবহার না করে অনলাইন থেকে নিজের প্রয়োজনীয় তথ্য সহজে সংগ্রহ করে নিচ্ছেন। বাচ্চাদের ক্ষেত্রে এটি খুবই ভয়ংকর। এতে যেমন সে শ্রমবিমুখ করে দিচ্ছে তেমনি অনুসন্ধিৎসু মনটাকে মেরে ফেলছে। তাকে এমন একটি অভ্যাসের দিকে নিয়ে যাচ্ছে সে সব কাজেই সর্টকার্ট রাস্তা খুঁজতে চাইবে। ফলে একটি বিষয় অনুসন্ধান করতে গিয়ে আরো দশটি বিষয় জানতে পাবার সে সুযোগটি থাকে সেটিকে সে নষ্ট করে দিচ্ছে। মূলবই একটি দলিল। অনলাইনের তথ্যগুলো মেরোরি থেকে মুছে গেলে তাকে পুনরায় উদ্ধার করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। বই সেখানে একটি অন্যরকম আনন্দ দেয়। তাই সরাসরি বই থেকে জ্ঞান সংগ্রহ এক অন্যরকম আনন্দ। তাই আমাদের তরুণ প্রজন্মকে বইমুখী করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বইয়ের প্রতি আগ্রহ অনুভব করানো :
শিশুরা সবসময় বড়দের অনুসরণ করে। তাই ওদের বোঝাতে হবে বই থেক অধ্যায়ন একটি মজার বিষয়। এতে করে কাঙিক্ষত বিষয়ের পাশাপাশি আরো অনেক অর্জন করা যায়। এর মাধ্যমে বইয়ের সাথে এক ধরণের আত্মিক সম্পর্ক তৈরি হয়। লেখক ও তার সৃষ্টিকর্ম জানার জন্য মূলবই পড়া অনেক আনন্দের বিষয়।
নিয়মিত বই পড়ার অভ্যাস :
সন্তানকে বইয়ের সাথে পরিচয় করানো ভালো উপায় হলো- ছোট বয়স থেকেই তার সামনে বই পড়তে হবে। হয়তো এসময় সে পড়তে পারবে না। কিন্তু বইয়ের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হবে। এটিই ভবিষ্যতে কাজে লাগবে। বাচ্চার জন্য খেলনা কিনছেন এ সময় একটু সতর্ক হোন। বর্ণমালা সম্বলিত খেলনা কিনে পারেন। খেলাচ্ছলে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। বর্তমানে বাজারে আকর্ষণীয় বিভিন্ন বই পাওয়া যায়। সে ওটা নিয়ে খেলা করুন। ও ওর মন মতো কিছু আঁকুক। বড় হয়ে ও বইকে বন্ধু বলে ভাববে।
টিভি দেখার মধ্যে শিক্ষা:
টিভি বা এ জাতীয় জিনিস ছাড়া আজকাল ছেলেমেয়েরা থাকতে না। চাইলেও আপনি তাকে ফিরিয়ে রাখতে পারবেন না। আপনার ফিরানোর প্রয়োজন নেই। আপনি নিজেকে একটু পরিবর্তন করুন। এটিও ও জন্য শিক্ষা উপকরণ হয়ে যাবে। ছেলে বা মেয়ে কার্টুন দেখতে পছন্দ করে আপনি এমন কার্টুন নির্বাচন করুন ওর শিক্ষা সহায়ক। ও আনন্দ-শিক্ষা দুটোই পাবে। এ কারণে শিক্ষার উপযোগী ইংরেজি, বাংলা বা ভাষা জ্ঞান ও নৈতিকতা সম্বলিত কার্টুন বেছে নিন। সংগীতের জন্য এমন বিষয় নির্বাচন করুন যা আপনি বাচ্চার জন্য রুচিসম্মত বলে মনে করেন।
উচ্চস্বরে পড়তে উৎসাহিত করুন :
আপনি যখন কোনো বিষয় পড়বেন আপনার বাচ্চাকে শুনিয়ে শুনিয়ে পড়–ন। যেন ও ভালো করে শুনতে পারে আপনি কী পড়ছেন। এতে ও শুদ্ধভাবে পড়া শিখবে। আপনি কীভাবে উচ্চারণ করেছেন ও আপনাকে অনুসরণ করবে। আপনার মতো বলার চেষ্টা করবে। বাচ্চাটি যে কেবল বইয়ের পড়া পড়ল তা নয়, সে আপনার কণ্ঠস্বর ও বাচনভঙ্গি অনুকরণ করলো। তার কাছে কঠিন শব্দটি আর কঠিন রইলো না। এই পড়ায় সে অনেক আনন্দ পাবে।
পছন্দের দিকে খেয়াল করুন :
একজন অভিভাবকে সবসময় বাচ্চার পছন্দ-অপছন্দের বিষয়টি খেয়াল রাখতে হয়। কারণ এটির উপর ভিত্তি করেই বাচ্চার ভবিষ্যৎ পরিকল্পনা নির্ভর করে। আপনার সন্তানটি যে জিনিসটি করতে বেশি পছন্দ করে তাকে সেই পছন্দের দিকেই ছেড়ে দেওয়া উচিত। ধরুন, আপনার সন্তানটি বেশি বেশি গল্পের বই পড়তে চায় এটা আপনি বুঝতে পারলেন, তখন আপনার উচিত হবে ঐ বাচ্চার জন্য তার উপযোগী ভালো মানের গল্পের বই সংগ্রহ করে দেওয়া। তার চাহিদার সাথে সংগতি রেখে আপনাকে ক্রমাগত এই কাজটি চালিয়ে যেতে হবে। দেখা যাবে, একদিন এই অঙ্গনে সে ভালো কিছু উপহার দেবে।
চাপ প্রয়োগ না করা :
কখনোই কোনো বিষয়ে বাচ্চাকে চাপ পয়োগ করবেন না। যদি মনে করেন, আপনার শিশুটি কোনো একটা ব্যাপারে ভুল করছে আপনি তাকে বুঝিয়ে বলুন। শিশু আপনার কথার গুরুত্ব দেবে। কোনো বিষয়ে শিশুদের ভুল ধরিয়ে দিলে তারা সে ধরণের কাজ আর করতে চায় না।