রাজধানী

ঢাকায় মাদক বিরোধী অভিযানে আটক ৩৯

রাজধানী ঢাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটকদের কাছ থেকে ২ হাজার ৫৪১ পিস ইয়াবা, ১ কেজি ৮৯৫ গ্রাম ৬৫ পুরিয়া গাঁজা, ১৫০ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন ,৩ বোতল ফেনসিডিল ও ১.৫ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button