দেশজুড়ে
অনাগত বার্তা
অনাগত বার্তা
হৃদয় ক্যানভাসে মায়া মমতার তুলি দিয়ে,
যার ছবি আমি এঁকেছি।
পরম যতনে হৃদপিন্ডের প্রতিটি কোষে,
প্রাপ্তি নামে তাকে রেখেছি।
হাঁটি হাঁটি পা পা করে,
পঁচিশটি বছর পেরিয়ে গেল তার,
দুষ্টু মিষ্টি মায়া মাখা মুখখানিতে
নজর পড়ে গেল কার !
নয়নের মনি, বুকের ধন
এখন আর আমার নয়,
কন্যা বিদায়ে বিষাদের সুর,
মোর পরাণে নাহি সয়।
নারী জাতির সার্থকতা মাতৃত্ব,
দিয়েছে আমারি অনাবিল সুখ,
সেই শুভক্ষণের ,
অনাগত বার্তা তোমারি জেনে,
প্রশান্তিতে ভরে গেছে আমারি বুক ।।
লেখকঃ লুৎপেয়ারা ফেরদৌসি
সহকারী অধ্যাপক,
শাহ সুলতান (রঃ)ডিগ্রি মহাবিদ্যালয়,
মদনপুর , নেত্রকোনা