পারস্য উপসাগরে আমেরিকাকে ছয়টি শক্ত চপেটাঘাত করা হয়েছে: আইআরজিসি

0
77

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংগসিরি বলেছেন, আমরা এ পর্যন্ত পারস্য উপসাগরে মার্কিন বাহিনীকে ছয়টি চপেটাঘাত করেছি।

তিনি আজ (মঙ্গলবার) আইআরজিসি’র নৌ বাহিনী দিবস উপলক্ষে এ কথা বলেছেন।

তাংগসিরি আরও বলেন, দীর্ঘ ৪৩ বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে রাখা হয়েছে। কিন্তু ইরান দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে।

বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার বিরুদ্ধে আইআরজিসি’র নৌ বাহিনীর সাফল্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আইআরজিসি’র নৌ সেনারা পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ছয়টি সফল অভিযান চালিয়েছে। এসব অভিযানের মাধ্যমে পারস্য উপসাগরে মার্কিন অহংকার ধূলিসাৎ করে দেওয়া হয়েছে।

তাংগিসির বলেন, আমরা পারস্য উপসাগরে কখনোই আগে যুদ্ধ শুরু করিনি। মার্কিন বাহিনী আমাদের তেলবাহী জাহাজ, তেল উত্তোলনের প্ল্যাটফর্ম ও তেল টার্মিনালে আঘাত হেনেছে। এতসব ক্ষতির পর আমরা সাগরে যুদ্ধে জড়িয়েছি এবং আমেরিকাকে ছয়টি শক্ত চপেটাঘাত করেছি।

তিনি বলেন, পারস্য উপসাগরে আমেরিকার উপস্থিতি গ্রহণযোগ্য নয়, কারণ তাদের উপস্থিতি মানেই অনিরাপত্তা। পার্সটুডে