খেলাধুলা

বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রন করছে ভারত : ইমরান

ভারতের অর্থ আছে, তাই বিশ্ব ক্রিকেট তারাই নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলের পাকিস্তান সফর বাতিলের জন্য ভারকে দোষারোপ পাকিস্তান। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিলের পেছনে ভারতের হাত আছে বলে মনে করে পাকিস্তান।

ইমরানের মতে, ভারতের বিপুল অর্থ আছে, তারাই ক্রিকেট নিয়ন্ত্রণ করছে। ‘মিডল ইস্ট আই’কে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘অর্থ এখন অনেক বড় একটা বিষয়। এটা খেলোয়াড়দের জন্যও যেমন সত্যি, ক্রিকেট বোর্ডগুলোর জন্যও সত্যি। আর সবাই জানে ভারতের বিপুল অর্থ আছে। ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক ধনী। তাই বলা যায়, ভারতই ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে।’

ইমরানের মতে পাকিস্তানের সাথে ইংল্যান্ড যা করেছে কখনোই সেটা ভারতের সাথে করতে পারতো না। তিনি বলেন, ‘এই জায়গায় ভারত থাকলে তারা এমন করার সাহসও পেত না। কারণ সেখানে বিপুল পরিমান অর্থের ব্যাপার থাকতো। এ কাজটা করে ইংল্যান্ড নিজেরাই নিজেদের ছোট করেছে।’

এদিকে গত বছর করোনার সময় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আহ্বানে কয়েক মিলিয়ন ইউরোর টিভি স্বত্বের চুক্তির টাকা বাঁচাতে ইংল্যান্ড সফর করেছিলো পাকিস্তান। পাকিস্তান ঐ সফর না করলে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতো ইংলিশরা। তখন ইংল্যান্ডের ডাকে সাড়া দিয়েছিলো পাকিস্তান। এ ব্যাপারে ইমরান বলেন, ‘ইংল্যান্ড নিজেরাই নিজেদেরকে নিচে নামিয়েছে। আমি মনে হয় পাকিস্তানের দলগুলোর সাথে খেলাটা এখনো অনুগ্রহ মনে করে ইংল্যান্ড। এর অন্যতম কারণ হলো অর্থ।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button