দেশজুড়ে

কুষ্টিয়া মেডিকেলে একদিনে দুইজনের মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৩৩ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন এবং ২০ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭২ জনে। নতুন ১৪ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯১ জনে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে কুষ্টিয়া সদরের চারজন, মিরপুরের একজন এবং খোকসার ৯ জন রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১০ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০ জন ও হোম আইসোলেশনে আছেন ৯০ জন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button