দেশজুড়ে

শ্রীনগরে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে জরিমানা

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ১৪ জেলেকে ৬৩ হাজার টাকা জরিমানা ও দেড় লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। গত ১০ রবিবার দিবাগত রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ১৪ জেলেকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও বাঘড়া ক্যাম্পের পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, ৭ জেলেকে ৫ হাজার ও ৭ জেলেকে ৪ হাজার করে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত ১০ কেজি ইলিশ মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। মৎস্য অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button