ঈশ্বরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
![](https://www.torrongonews.com/wp-content/uploads/2021/10/244492936_600812797769972_576609519546918724_n-780x468.jpg?v=1633947655)
![](https://www.torrongonews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জের সাংসদ ফখরুল ইমাম ও উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান পলি, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, মাদক, চুরি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন।