শীর্ষ নিউজ

দুর্গাপূজায় নাশকতার কোনো তথ্য নেই: র‌্যাব ডিজি

দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলা বা নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল মামুন। সোমবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা জানান।

আবদুল্লাহ আল মামুন বলেন, উৎসবমুখোর পরিবেশে যাতে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য দেশের প্রতিটি পূজামণ্ডপে থাকবে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা। একইসঙ্গে এ সময় যাতে কেউ কোনো গুজব, অপপ্রচার ও জঙ্গি হামলার তৎপরতা চালাতে না পারে সে জন্য সাইবার মনিটরিং করবে র‌্যাব।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button