দেশজুড়ে

বয়স্ক ভাতার হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে দিলেন ওসি

নিজস্ব প্রতিবেদকঃ নলডাঙ্গা থানায় এক ভুক্তভোগী বয়স্ক লোকের বিকাশে হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে দিলেন ওসি শফিকুল ইসলাম।

জানাযায়, ভুলে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া সরকার কতৃক প্রদত্ত্ব বয়স্ক ভাতার ৪,৫০০ টাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট এলাকা হতে উদ্ধার করা হয়। ভুক্তভোগী বয়স্ক ব্যাক্তি উপজেলার ব্রক্ষ্রপুর ইউনিয়নের সরকুতিয়া মসজিদ গ্রামের মৃত রুপচাঁদ প্রামানিক এর সন্তান মজিবর রহমান(৬০)।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গত নয় মাসে মোট ৪,৫০০ টাকা ভুলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট এলাকার একজনের বিকাশ নম্বরে চলে যায়। থানার চৌকস দুই অফিসার অনেক চেষ্টা করে এই টাকা উদ্ধার করেন। আজ উদ্ধারকৃত বয়স্ক ভাতার টাকা মজিবর রহমানকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button