ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার প্রদত্ত অনুদান বিতরণ

0
83

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলায় সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় শ্রীশ্রী দুর্গা পূজা উদযাপন উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন আয়োজিত সরকার কর্তৃক প্রদত্ত অনুদান উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ই অক্টোবর) সকাল এগারটার দিকে ধামরাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান প্রমূখ।

এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মকর্তাগন।
আলোচনা সভা শেষে ৫০০ কেজি করে প্রতি মন্ডপের জন্য বরাদ্দকৃত চাউল বিতরণ এর ডিউ লেটার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্হানীয় সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।