দেশজুড়ে

শ্রীনগরে বিশ্ব শিশু দিবসের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১’র সমাপনী অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার সকালের দিকে ইউএনও সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ৩৬ জন বিজয়ী শিশুর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শামীশ হোসেনের সঞ্চালিত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস, যুব উন্নয়ন অফিসার আব্দুল বাকী, ইউআরসি ইন্সট্রাকটর কল্পনা রানী মন্ডল, সহকারী প্রোগ্রামার শায়লা শারমিনসহ অন্যান্য অতিথি বৃন্দ।

এর আগে গত ৪ অক্টোবর সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ইউএনও প্রণব কুমার ঘোষ। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমিক আয়োজিত সপ্তাহব্যাপী শিশুদের জন্য বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ৪টি বিষয়ের উপরে ৩ ভাগে (ক,খ,গ বিভাগ) উপজেলার প্রায় ২ শতাধিক শিশু উক্ত প্রতিযোগিতায় অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে ৩৬ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button