রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৯ অক্টোবর) ভোর ছয়টা থেকে রোববার (১০ অক্টোবর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার ২৯ জনের কাছ থেকে ৫১৯ পিস ইয়াবা, ১০৫ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ছয় কেজি ৬৬৫ গ্রাম গাঁজা ও ৩৬ লিটার দেশি মদ জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button