দেশজুড়ে
শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে জরিমানা


আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক, ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দোয়াইর জব্দ করা হয়েছে। গত ৯ অক্টোবর শনিবার দিনব্যাপী পদ্মা নদীর শ্রীনগর অংশে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ৭ জেলের প্রত্যেককে ৫ হাজার করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন মুন্সীগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিম। এ সময় শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও বাঘড়া পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।
মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত ইলিশ মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।