চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু

0
75

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্ষুদ্র জাতিসত্তা এক কিশোরীর মৃত্যু হয়েছে।  শনিবার সকাল সাড়ে দশটার দিকে বাড়িতে ফ্যানের প্লাগ লাগাতে যেয়ে এ ঘটনা ঘটে।

মৃত কিশোরের নাম সৃষ্টি খালকো (১১)। তিনি রাধানগর ইউনিয়নের বসনইল (গঙ্গাধরা) গ্রামের বাসিন্দা বাবুল খালকোর মেয়ে।

রাধানগর ইউনিয়ন পরিষদের ওই আসনের নারী ইউপি সদস্য পুষ্প রানী জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে কিশোরী সৃষ্টি খালকো পিতার ঘরে ফ্যানের প্লাগ লাগানোর সময় সুইচ বোর্ডের ছেঁড়া তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, লাশ ময়না তদন্ত জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।