দেশজুড়ে

রাজারহাটে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে সাংসদ পনির উদ্দিন আহমেদ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: শনিবার রাজারহাটে তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও রাজারহাট উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় অংশ গ্রহন করেন কুড়িগ্রাম -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

দিনব্যাপী তিস্তাপাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা পরিদর্শনকালে এমপি পনির উদ্দিন আহমেদ নদী তীরবর্তী সরকারি-বেসরকারি অবকাঠামো এবং অসহায় মানুষের বাড়ি-ঘর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় ক্ষতিগ্রস্থ মানুষজন নানা দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তাদের কথা শুনে এমপি পনির উদ্দিন আহমেদ ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

পরে বিকেলে তিনি রাজারহাট উপজেলা পরিষদ সভা কক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় অংশ গ্রহণ করেন।

এ সময় রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোরাওয়ার্দী বাপ্পি, পানি উন্নয়ন বোর্ডের নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসলিম,সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম, ইউনাইটেড প্রেসক্লাব কুড়িগ্রাম সেক্রেটারী রাশেদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মারজান হোসেন,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, ছাত্র সমাজের সভাপতি লিটন আহমেদ,সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আপেল প্রমূখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button