ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
94

রনজিত কুমার পাল ( বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তরের লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড হেলথ প্রমোশন এর Healthy life style and junk food বিষয়ক কর্মশালা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফ স্টাইল এন্ড হেলথ স্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কর্মসূচির আওতায় স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক একদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ই অক্টোবর) সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ’কর্মশালার আয়োজন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

ডাঃ নূর রিফফাত আরা’র সভাপতিত্বে এ’কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লাইন ডাইরেক্ট ডা. মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব আজিজ, হেলথ এডুকেশন ব্যুরো, ঢাকা জেলার সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি ডা. মোঃ বিল্লাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন।

এ’সময় বক্তারা বলেন স্বাস্থ্য সম্মত জীবন যাপন বলতে শুধু সুস্থ জীবনই নয়,রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবেশ এর উপর নির্ভরশীল। সব মিলিয়েই স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক প্রেজেন্টেশন করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ বিল্লাল হোসেন।

এ’সময় আরো উপস্থিত ছিলেন লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর চিফ আব্দুল আজিজ, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদুল হক তিতাস,সিভিল সার্জন ঢাকার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মহসিন মিয়া, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাবানা পারভীন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন,বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওর প্রতিনিধিগন,পৌরসভার কাউন্সিলরবৃন্দ,চিকিৎসকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।