দেশজুড়ে

মমেকে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

প্রায় দেড় বছর পর শনাক্তহীন একটি দিন পার করল ময়মনসিংহ। গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এর আগে ২০২০ সালের ১০ এপ্রিল প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

মৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের নূরুল হুদা (৮০), নেত্রকোনা সদরের মোসলেম উদ্দিন (৭৪), সেলিম খান (৬০) এবং টাঙ্গাইল সদরের মর্জিনা খাতুন (৫২)। ডা. মুন জানান, আইসিইউতে চারজনসহ করোনা ইউনিটে ৮৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৭ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হলেও সবার ফলাফল করোনা নেগেটিভ এসেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button