আদালতে নিষেধাজ্ঞা বহাল বায়তুল মুকাদ্দাসে প্রার্থনা করতে পারবে না ইহুদিরা
ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থিত প্রাচীন স্থাপনা ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস নামে খ্যাত আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইসরায়েলের আদালত।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত আল-আকসা কমপ্লেক্সে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়ে রায় প্রকাশ করলে ফিলিস্তিনিরা বিক্ষোভে ফেটে পড়ে। সর্বত্র শুরু হয় সমালোচনা। খবর আল জাজিরার।
সেদিন মেজিস্ট্রেট আদালতের রায়ে বলা হয়, ইহুদিরা চাইলে নীরবে প্রার্থনা করতে পারবেন, এটি তাদের অপরাধ বলে গণ্য হবে না। দীর্ঘদিন ধরে চুক্তির অধীনে মুসলিম ধর্মাবলম্বীরা আল-আকসায় নামাজ পড়েন এবং পশ্চিম দেয়ালে প্রার্থনা করেন ইহুদিরা। ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়ে প্রকাশ করা রায় মূলত আল আকসা দখলের এক ষড়যন্ত্র।
স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) এ রায়ের বিরুদ্ধে আপিল করেন ইসরায়েলি এক পুলিশ। ওই আপিলের রায়ে জেরুজালেমের জেলা আদালতের বিচারক আরিয়েহ রোমানফ আল–আকসা কমপ্লেক্সে ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। তিনি বলেন, পুলিশ যা করেছে, তা যৌক্তিক। ইহুদিরা সেখানে ঘোরাফেরা করতে পারবেন, তবে প্রার্থনা বা ধর্মীয় নীতি পালন করতে পারবেন না।
সম্প্রতি ইসরায়েলের রাবি আরিয়েহ লিপ্পো নামে এক দখলদার আল-আকসা কমপ্লেক্সে প্রার্থনা করায় তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আদালতে ওই দখলদারের আবেদনের প্রেক্ষিতে ইহুদিদের আল-আকসা কমপ্লেক্সে নীরবে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়।