খেলাধুলা

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে মুম্বাই

টস থেকেই বিদায় নিশ্চিত হয়ে যেতে পারতো। যদি মুম্বাই ইন্ডিয়ানস পরে ব্যাটিং পেতো। সেই দুর্ভাগ্যে পড়তে হয়নি রোহিত শর্মার দলের। আবুধাবিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই।

হায়দরাবাদ প্লে-অফের লড়াই থেকে ছিটকে পড়েছে আগেই। কাগজে-কলমে মুম্বাইয়ের সম্ভাবনা বেঁচে রয়েছে। তবে তার জন্য অসাধ্য সাধন করতে হবে রোহিতের দলকে। রানরেটের হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে পেছনে ফেলে সেরা চারে জায়গা করে নিতে আজ জিততে হবে ১৭১ রানের বড় ব্যবধানে।

যদি মুম্বাই পরে ব্যাটিং করতো, তবে আর কোনো সমীকরণ মিলিয়েই প্লে-অফের সম্ভাবনা ছিল না। কার্যত এত বড় রানে জেতাও প্রায় অসম্ভব। তবু টসভাগ্য এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে রোহিতদের।

মুম্বাই একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, জেমস নিশাম, ক্রুনাল পান্ডিয়া, নাথান কল্টার-নাইল, পিযুষ চাওলা, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।

হায়দরাবাদ একাদশ
জেসন রয়, অভিষেক শর্মা, মনিশ পান্ডে (অধিনায়ক), প্রিয়াম গার্গ, আবদুল সামাদ, ঋদ্ধিমান সাহা, জেসন হোল্ডার, রশিদ খান, মোহাম্মদ নবি, সিদ্ধার্থ কাউল, উমরান মালিক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button