দেশজুড়ে

ঘোড়াঘাটে রানীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের উদ্বোধন

ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ৮ অক্টোবর) বাদ জুমা ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

এ সময় উপস্থিত ছিলেন, রানীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব খন্দকার, সিংড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগন অংশ নেয়। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওয়ালানা মোঃ কামরুজ্জামান সরকার।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button