দেশজুড়ে

ভোটে ভাগ্নের কাছে হেরে গেলেন মামা

মোঃইমরান হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে দ্বিতীয়বারের মতো ভোটযুদ্ধে অবতীর্ণ হন মামা ও ভাগ্নে। প্রথমবারের ভোটে উভয়ে সমান ভোট পেয়ে অমীমাংসিত থাকলেও এবার ভাগ্নের কাছে ধরাশায়ী হয়েছেন মামা।

বৃহস্পতিবার পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে ১ হাজার ৫৪৪ ভোটের মধ্যে ৯ শ’ ৪৭টি ভোট পড়েছে। এর মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে।

সাধারণ দুই সদস্যের মধ্যে মো: আফজাল হোসেন মোরগ প্রতীকে ৫৮২ ও মো: ইকবাল হাসেন তালা প্রতীকে ৩৫০ ভোট পেয়েছেন। আর মো: আফজাল হোসেন মোরগ প্রতীকে ২৩২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন ওই ইউনিয়নে ইউপি নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীকে মামা মো: ইকবাল হোসেন মৃধা ও ভাগ্নে মো: আফজাল হোসেন কালু মোরগ প্রতীকে সমান সংখ্যক ৩৩১ ভোট পেয়ে ড্র করেন।

উপজেলা নিবার্চন অফিসার মো: জিয়াউল রহমান জানান, ওই কেন্দ্রে তিন প্রার্থীর মধ্যে দুই প্রার্থী মো: আফজাল হোসেন মোরগ প্রতীকে ও মো: ইকবাল হাসেন তালা প্রতীকে সমান ভোট অর্জনের ফলে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে মো. আফজাল হোসেন মোরগ প্রতীকে ২৩২ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button