ভোটে ভাগ্নের কাছে হেরে গেলেন মামা
মোঃইমরান হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে দ্বিতীয়বারের মতো ভোটযুদ্ধে অবতীর্ণ হন মামা ও ভাগ্নে। প্রথমবারের ভোটে উভয়ে সমান ভোট পেয়ে অমীমাংসিত থাকলেও এবার ভাগ্নের কাছে ধরাশায়ী হয়েছেন মামা।
বৃহস্পতিবার পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে ১ হাজার ৫৪৪ ভোটের মধ্যে ৯ শ’ ৪৭টি ভোট পড়েছে। এর মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে।
সাধারণ দুই সদস্যের মধ্যে মো: আফজাল হোসেন মোরগ প্রতীকে ৫৮২ ও মো: ইকবাল হাসেন তালা প্রতীকে ৩৫০ ভোট পেয়েছেন। আর মো: আফজাল হোসেন মোরগ প্রতীকে ২৩২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন ওই ইউনিয়নে ইউপি নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীকে মামা মো: ইকবাল হোসেন মৃধা ও ভাগ্নে মো: আফজাল হোসেন কালু মোরগ প্রতীকে সমান সংখ্যক ৩৩১ ভোট পেয়ে ড্র করেন।
উপজেলা নিবার্চন অফিসার মো: জিয়াউল রহমান জানান, ওই কেন্দ্রে তিন প্রার্থীর মধ্যে দুই প্রার্থী মো: আফজাল হোসেন মোরগ প্রতীকে ও মো: ইকবাল হাসেন তালা প্রতীকে সমান ভোট অর্জনের ফলে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে মো. আফজাল হোসেন মোরগ প্রতীকে ২৩২ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।