আন্তর্জাতিক

সংকটের অবসান, ভারত থেকে টিকা পাচ্ছে বাংলাদেশ

ভারতের সেরামকে টাকা দিয়েও টিকা পাচ্ছিল না বাংলাদেশ। দেশটিতে করোনা সংকটের কথা বলে এতদিন বন্ধ রাখে ভ্যাকসিন রপ্তানি। অবশেষে সেই অনিশ্চয়তা কাটল। প্রাথমিকভাবে বাংলাদেশকে ১০ লাখ টিকা দেওয়ার কথা জানিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সেরাম ইনস্টিটিউটের কর্মকর্তাদের বরাত বার্তা সংস্থা পিটিআই জানায়, বাংলাদেশে ১০ লাখ ডোজ টিকা পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও যুক্তরাজ্যে তিন কোটি ডোজের সমপরিমাণ কোভিশিল্ড রপ্তানিরও অনুমতি পেয়েছে সেরাম।

গণমাধ্যমে পাঠানো তথ্যে আরো জানা যায়, টিকা উৎপাদনকারী আরেক কোম্পানি ভারত বায়োটেককে ইরানে ১০ লাখ ডোজ কোভ্যাক্সিন রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।এছাড়া বাংলাদেশের সঙ্গে তিন কোটি ডোজ ‘কোভিশিল্ডের’ চুক্তি থাকলেও মার্চে ভারতে মহামারি চরম আকার ধারণ করলে সেদেশের সরকার এপ্রিলে টিকা রপ্তানি আদেশ স্থগিত করে।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা উৎপাদন করে কোভিশিল্ড নামে বাজারজাত করছে। বাংলাদেশ সরকারও টিকার জন্য তাদের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button