বিরামপুর পৌরসভায় বিশ্ব ব্যাংকের উন্নয়ন সহায়তার সম্ভাব্যতা নির্ধারণের লক্ষ্যে কর্মশালা

0
95

এস এম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুর পৌরসভায় বিশ্ব ব্যাংকের উন্নয়ন সহায়তার সম্ভাব্যতা নির্ধারণের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিগণ,প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দকে নিয়ে কর্মশালা অনুষ্টিত হয়েছে।

(৭অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টার সময় পৌরসভা কনফারেন্স সভা কক্ষে এ কর্মশালা অনুষ্টিত হয়।

বিরামপুর পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে পৌরসভায় টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।

এসময় অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্তকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সুপার ভাইজার ইঞ্জিয়ার শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, সিনিয়র আর্কিটেকচার ইঞ্জি: হেলাল উদ্দিন, রাশেদুল আলম, মামুনুর রশিদ, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, হুমায়ুন পৌর কাউন্সিলর বৃন্দ. উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু,যুগ্ন-সাধারণ গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার,এ্যাডভোকেট মওলা বক্স, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,বিরামপুর ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মশিহুর রহমান,দিনাজপুর জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন ও স্থানীয় সুধীবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দসহ আরো অনেকে বক্তব্য রাখেন।