রামপালে একদিনে দুইটি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

0
169

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে একদিনে দুইটি বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, উপজেলার পেড়িখালী ইউনিয়নের জিগিরমোল্লা ও সিংঙ্গরবুনিয়া গ্রামে পৃথক দুইটি বাল্যবিবাহের আয়োজন চলছিলো।

এ মন সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন দ্রুত সেখানে ছুটে যান। জিগিরমোল্লা গ্রামের শেখ ফরিদের মাদ্রাসা পড়ুয়া কন্যা মরিয়ম খাতুন (১৬)কে ও সিংগরবুনিয়া গ্রামের রহুল আমিন হাওলাদারের স্কুল পড়ুয়া কন্যা তাছলিম লামিয়া (১৫)কে বাল্যবিবাহ দিচ্ছিলেন তাদের পরিবার। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে দুইটি বন্ধ হয়। এ সময় বাল্যবিয়ের আয়োজনকারী দুইটি পরিবারের অভিভাবকেরা মুচলেকা দেন। মুচলেকায় তারা তাদের মেয়েরা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে অঙ্গিকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, বাগেরহাট জেলা প্রশাসক স্যারের নির্দেশ বাল্যবিবাহ শুণ্যের কোঠায় রাখার। তাই কোনভাবে বাল্যবিবাহ হতে দেয়া হবেনা। বাল্যবিবাহের সহযোগীতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। বাল্যবিবাহ বন্ধে সকলকে সচেতন ও প্রশাসনকে সহায়তা করার আহবাণ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন।