ঘাটাইলে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
74

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ “আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্য বিষয়ের আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এসব অনুষ্ঠানের আয়োজন করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন মোঃ শহিদুল ইসলাম লেবু। সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, পাকুটিয়া কলেজের অধ্যক্ষ জীবুন নেছা, বিআরডি’র চেয়ারম্যান মোঃ রুহল আমিন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ঘাটাইল শাখার প্রোগ্রাম অফিসার মিঃ জেমস্ সানি বৈরাগী প্রমূখ। সভায় বক্তারা বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নারী শিক্ষার ভূমিকা অগ্রগণ্য। এজন্য কন্যা শিশুদের প্রযু্িক্ত বিষয়ক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান বক্তারা।