নওগাঁয় আদিবাসী যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

0
100

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশায় ওতুল(৩৮) নামের এক আদিবাসী যুবক’র গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছেন। ওতুল উপজেলার বড়গুন্দইল আদিবাসী পাড়ার মৃত শলানের ছেলে।

জানা গেছে, উপজেলার গাঙ্গুরিয়া দিওয়ানা পাড়ার হরেনের মেয়ের সাথে প্রায় ২৫বছর পূর্বে ওতুলে বিবাহ হয়। বিয়ের পর থেকেই ওতুল শশুর বাড়ি ঘরজামাই হিসাবে থাকতেন। মঙ্গলবার দিবাগত রাতে দিওয়ানা পাড়া এলাকার একটি আম বাগানে সকলের অজান্তে গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে পোরশা থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।