ঘাটাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
87

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেনের সভাপেিত্ব সভায় প্রধান অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন করণীয়, মাদক বিরোধী অভিযান বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন, জিবিজি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ মান্নান, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, অধ্যাপক মতিয়ূর রহমান, অধীর চন্দ্র সাহা, ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসেন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম প্রমূখ।