উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়ন কৃষকলীগের নব গঠিত কমিটি ঘোষণা

0
100

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়ন কৃষকলীগের নব গঠিত কমিটি ঘোষনা করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে আগামী ৩ (তিন) বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম (রফেত) ও সাধারন সম্পাদক পদে মোঃ আব্দুল মোমিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সফিউল আলম স্বপন জানান, উপজেলার বাঙ্গালা ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠনের জন্য প্রায় তিন মাস আগে স্থানীয় কৃষকলীগের আয়োজনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির জন্য ইউনিয়ন কৃষকলীগের নব গঠিত কমিটি ঘোষনা দিতে উপজেলা কৃষকলীগের বিলম্ব হয়েছে। আজ সোমবার উপজেলার বাঙ্গালা ইউনিয়ন কৃষকলীগের নব গঠিত কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম (রফেত) সহ-সভাপতি পদে মোঃ জাহের আলী প্রামাণিক, মোঃ আব্দুল লতিফ ও সাধারন সম্পাদক পদে মোঃ আব্দুল মোমিন এবং যুগ্ম-সম্পাদক পদে রেজাউল করিমকে দায়িত্ব প্রদান করে কমিটি ঘোষনা করা হয়। এই কমিটি আগামী ৩ (তিন) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য কমিটির সকল সদস্য সুস্থ ধারায় কাজ করে যাবেন।