আক্রোশ মেটানোর ব্যাপারে তালেবান সদস্যদের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী

0
88

আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ব্যক্তিগত আক্রোশ মেটানোর ব্যাপারে এই গোষ্ঠীর সদস্যদের হুঁশিয়ার করে দিয়েছেন।তিনি বৃহস্পতিবার কাবুলে ঘোষণা করেছেন, আফগান জনগণের ওপর আক্রোশ মেটানোর খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেন, সকল আফগান নাগরিককে তালেবানের পক্ষ থেকে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে; কাজেই কোনো তালেবান সদস্য ব্যক্তিগত আক্রোশ মেটাতে কারো ওপর প্রতিশোধ নিতে পারবে না।

এর আগে গণমাধ্যমে তালেবান দাবিদার ব্যক্তিদের পক্ষ থেকে আফগান নাগরিকদের ওপর শারিরীক নির্যাতনের খবর প্রকাশিত হয়। তারপরই তালেবান প্রতিরক্ষামন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

তালেবানের পক্ষ থেকে তাদের ভেতরে থাকা ‘অযোগ্য ব্যক্তিদের’ শনাক্ত করার জন্য একটি বিশেষ কমিশন গঠন করেছে। কেউ তালেবানের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের বাইরে কোনো হঠকারী আচরণ করলে তাকে এই গোষ্ঠী থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা করা হয়েছে। গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান।চলতি মাসের গোড়ার দিকে অন্তর্বর্তী সরকার গঠন করে এই গোষ্ঠী। পার্সটুডে