ফের রিকশার লাইসেন্স দেবে সিটি করপোরেশন

0
97
ফাইল ছবি

ঢাকায় অবৈধ রিকশা চলাচল বন্ধ করতে ফের লাইসেন্স দিতে যাচ্ছে ঢাকা দুই সিটি করপোরেশন। এতে একদিকে রাজস্ব আয় বাড়বে অন্যদিকে অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছে সংস্থা দুটি।

জানা গেছে, রাজধানীতে যানজটের কারণ হিসেবে রিকশাকে দায়ী করে লাইসেন্স দেয়া বন্ধ রেখেছিল সিটি করপোরেশন। তবে এবার রিকশা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে লাইসেন্স দেয়ার ব্যবস্থা করতে যাচ্ছে ঢাকা দুই সিটি করপোরেশন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক গবেষণায় দেখা গেছে, রাজধানীতে ১১ লাখ অবৈধ রিকশা থাকলেও মাত্র ৭৯ হাজার ৫৫৪টি রিকশার বৈধ লাইসেন্স রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন করে ২ লাখ ১২ হাজার ৯৯৭ আবেদন জমা পড়েছে। গতকাল পর্যন্ত ১ লাখ ২০ হাজার রিকশার লাইসেন্স বিতরণ করেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চলাচল করা রিকশার লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, রিকশা বন্ধ হচ্ছে না, সিটি করপোরেশন রাজস্ব পাচ্ছে না। তাই কিছু রিকশার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি রিকশাকে পাঁচ বছরের জন্য লাইসেন্স দেয়া হবে।

অবৈধ রিকশা-ভ্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রিকশাসহ ধীরগতির অযান্ত্রিক যানবাহনগুলোকে নিবন্ধনের আওতায় আনবো। কিছু রাস্তা থাকবে দ্রুতগতির যানের জন্য। কিছু সড়কে রিকশা চলবে। কিছু সড়কে হেঁটেই চলাচল করতে হবে।

ঢাকা দুই সিটি করপোরেশন রিকশার লাইসেন্স দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।