শ্রীনগরের বীরতারায় স্কুল ব্যাগ বিতরণ

0
110

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮৩ জন শিক্ষার্থীর মাঝে সরকারের উপহার স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গত সোমবার সকালে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ছাত্র-ছাত্রীদের হাতে এসব স্কুল ব্যাগ তুলে দেন।

বীরতারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মজিদপুর দয়হাটা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে (এলজিএসপি-৩) অনুষ্ঠিত স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচির আওতায় ইউনিয়নের দয়হাটা, ছায়গাঁও এবং সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫৮৩ জন কোমলমতি শিক্ষার্থীকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। এছাড়াও এই প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রামীন খেলাধুলার পুরস্কার বিতরণ ও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

বীরতারা ইউপি চেয়ারম্যান মো. আজিম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন, বীরতারা ইউপি সাবেক চেয়ারম্যান ফজলুল করিম মাস্টার, গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ, প্রবীন আ’লীগ নেতা আনোয়ার আলী খান, মজিদপুর দয়হাটা কেসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস, মজিদপুর দয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম রাজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কদির, স্থানীয় ইউপি সদস্যগণ।