ঈশ্বরদীতে ১ কেজি গাঁজাসহ আটক-২

0
69

মামুনুর রহমান, ঈশ্বরদী (পাবনা): শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাকশী রোড সিভিল হাট নামক স্থানে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার বাঘা থানার মালিয়াদহ গ্রামের আতাহার আলীর ছেলে রিপন হোসেন (৩২) ও একই গ্রামের ফহিম মালিথার ছেলে জহুর“ল ইসলাম(৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে সিভিল হাট নামক স্থানে রিপন ও জহুরুলের দেহ তল্লাশি করে এই গাঁজা উদ্ধার করা হয়। অবৈধ মাদক রাখার দায়ে তাদেরকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, দীর্ঘদিন ধরে রিপন ও জহুরুল বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।