রামপালে ইউপি নির্বাচনে বাইনতলা ইউনিয়ন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার দাবি

0
91

স্টাফ রিপোর্টারঃ আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে রামপাল উপজেলার ৩ নং বাইনতলা ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করতে ইউএনও বরাবর আবেদন করেছেন ওই ইউনিয়নের বেশ কয়েকজন প্রতিদন্ধি ইউপি সদস্য পদপ্রার্থী ৷

ইউএনও বরাবর লিখিত অভিযোগকারীরা হলেন, ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সৈয়দ আজিমুল ইসলাম, ২নং ওয়ার্ডের সদস্যপ্রার্থী খান তুহিন আলী, ৩নং ওয়ার্ডের মোল্লা শাহিন হোসেন, ৪ নং ওয়ার্ডের মোল্লা আঃ রশিদ, ৫ নং ওয়ার্ডের সেখ জার্জিস হোসেন, ৬নং ওয়ার্ড সদস্যপ্রার্থী শেখ তুষার আলী, ৭ নং ওয়ার্ডের সৈয়দ বাচ্চু, ৮নং ওয়ার্ড সদস্য প্রার্থী গাজী নজমল হোসেন, ৯নং ওয়ার্ড প্রার্থী সেখ শরিফুল ইসলাম ময়না প্রমুখ।

লিখিত আবেদন সূত্রে জানাযায়, পেশী শক্তিধারীদের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার ভোটারবৃন্দ ভোট কেন্দ্রের যেতে শংকা বোধ করছে। সন্ত্রাসীরা র‌্যাগিং সৃষ্টির মাধ্যমে সামনে উপস্থিত থেকে ভোটারদের ভোট প্রদানে বাধ্য করবে বলে তারা প্রচার করছে এমন অভিযোগ উল্লেখ করা হয়েছে। ভোট কেন্দ্র সমূহের পর্যাপ্ত নিরাপত্তা ও শৃংখলা বিধানের মাধ্যমে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতি ও সুষ্ঠ ভোট গ্রহনের পরিবেশ নিশ্চিতের ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন তারা ৷

এ বিষয়ে ইউএনও মোঃ কবীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অনেকগুলো অভিযোগ পেয়েছি ৷ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারে তার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী এবং সব রকমের ব্যবস্থা করা হয়েছে ৷ আশাকরি শান্তিপূর্ণ পরিবেশে মানুষের ভোট দিতে সমস্যা হবেনা ৷