শ্রীমঙ্গলে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীদের পাশে বিপুল সিংহ

0
77

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সারা দেশের মত খোলা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর এই সকল প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের বরণ করে নিতেই অভিনব কায়দায় কলম, খাতা, মাস্ক ও স্যানেটাইজার দিয়ে তাদের বরণ করলেন আশিদ্রোন ইউপি ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডেরসম্ভাব্য মেম্বার পদপ্রার্থী বিপুল সিংহ।

এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও আনন্দের কমতি ছিলো না। গত দুই দিনে স্কুল আঙ্গিনা ছিলো শিক্ষার্থীদের ও শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতিতে আনন্দেমুখরিত। শিক্ষার্থীদের সাথে আনন্দের সামিল হতে এগিয়ে আসে নিজ উদ্যোগে শুনগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিপুরী পাড়া সরকারী বস্তি স্কুল ও রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এই ৩টি বিদ্যালয়ের প্রায় ৬শত শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহ যোগাতে প্রত্যেককে কলম,খাতা , মাস্ক ও স্যানেটাইজার দিয়েছেন। আর এমন ধরণের উদ্যোগকে প্রত্যেকটি বিদ্যালযয়ের শিক্ষক, শিক্ষকা সাধুবাদ জানান এবং সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে আহ্বান জানান।

আর এ বিষয়ে বিপুল সিংহ আমাদের বলেন, আমি আমার সাধ্যমত যতটুকু পড়েছি ততটুকু নিয়েই এসব কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের সমাজের বিত্তবান যারা আছেন তারা যদি এভাবে এই সমস্ত কোমলমতি শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান তাহলে দেশের প্রতিটি স্কুল হবে নিরাপদ এবং জনসচেতনতা বান্ধব।