দুর্গাপুরে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

0
92

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গুরুত্বপূর্ণ একাধিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর (সোমবার) উপজেলা পরিষদ পুকুর থেকে অনুষ্ঠানের উদ্বোধন করে আড়ইল – বড়ইল বিল, বড় বিল, হোজা নদী ও লক্ষণখলসী ভূমি অফিস পুকুরে মোট ৪১১.৪৮ কেজি রুই জাতীয় পোনা অবমুক্ত করা হয়।

মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আঃ মোতালেব, কৃষি অফিসার রাজিয়া সুলতানা,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান,ইউপি চেয়ারম্যান আফসার আলী, স্থানীয় ইউপি সদস্য,গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্যজীবী, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস জানান, ২০২১ – ২০২২ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আশা করি ভবিষ্যতে এই পোনা মাছগুলো উৎপাদন বৃদ্ধি করবে এবং দরিদ্র মানুষের জীবনে অর্থনৈতিক ভূমিকা রাখবে।