চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ২০২০-২১ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়ালী যোগদান করেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রতিমন্ত্রী ঢাকার বাংলাদেশ শিশু একাডেমির সভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৮৮টি সমিতির মাঝে মোট ২৭ লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। সমিতিগুলো প্রতিনিধিদরে হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, নারী উদ্যোক্তা আকসানা খাতুনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা।
এবছর জেলার ৮৮টি মহিলা সমিতিকে ২৭ লাখ ১৫ হাজার টাকা আনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৬টি সমিতিকে ৪ লাখ ৭৫ হাজার, শিবগঞ্জ উপজেলা ৯টি সমিতিকে ২ লাখ ৬০ হাজার, নাচোল উপজেলায় ৪ টি সমিতিকে ১ লাখ ২০ হাজার, গোমস্তাপুর উপজেলায় ৫১টি সমিতিকে ১৫ লাখ ৭০ হাজার, ভোলাহাট উপজেলায় ৬টি সমিতিকে ১ লাখ ৯০ হাজার টাকার চেক দেয়া হয়।
এছাড়া শিবগঞ্জ উপজেলাতে ২ টি সমিতিকে বিশেষ ১ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, সারা দেশে প্রায় ২০ হাজার নিবন্ধিত সেচ্ছাসেবী মহিলা সমিতি আছে। যারা নারী ও শিশু নির্যাতন রোধ, বাল্য বিবাহ রোধ, মহিলা উদ্যোক্তা তৈরীর লক্ষে প্রতি বছরই নিবন্ধিত সমিতি গুলোকে অনুদান দেয়া হয়। এ বছর সারাদেশে ৩ হাজার ৫১৭ টি নিবন্ধিত মহিলা সমিতিকে ১২ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে।