ঈশ্বরগঞ্জে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বই বিতরণ


মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন এর দিক নির্দেশনায় ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের পক্ষ থেকে পৌর ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ আহসানুল হক সামি ওয়ার্ড ছাত্রলীগ কর্মীদের মাঝে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বই উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জায়েদি, যুগ্ন-সাধারণ সম্পাদক বজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সাদিকুল গনি ভূইয়া রুমন।
আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ভূঁইয়া সুমন ও সাবেক সদস্য রফিকুল ইসলাম রুবেল, মোশাররফ হোসেন মাষ্টার, বাচ্চু মিয়া সহ উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন বলেন, রাজনীতি যখন রাজার নীতিতে পরিণত হয়েছে আর তরুণরা যখন হতাশায় নিমগ্ন, তারা কাকে অনুসরণ করবে? রাজনীতিতে কেউ কি আছেন যিনি যুগ যুগ ধরে অনুপ্রেরণাযোগ্য? তখন যে নামটি আমাদের মাঝে আসে তা হলো বঙ্গবন্ধু নাম। বঙ্গবন্ধুর জীবনদর্শনে অনুপ্রাণিত একজন তরুণ কখনোই আদর্শচ্যুত হয়ে দেশের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে না। তাই প্রতিটি তরুণের উচিত এই মহান ব্যক্তির আদর্শ ধারণ করার সর্বাত্মক চেষ্টা করা।