দেশজুড়ে

হাতীবান্ধায় উপকারভোগীদের মাঝে নলকূপ বিতরণ

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ” সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ ” প্রকল্পের আওতায় ১৫৬ জন অসহায় ও দরিদ্র উপকারভোগীদের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার এর উদ্যোগে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, নওদাবাস কালীমোহন তফশিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সাগর প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button