দেশজুড়ে

দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

শিমুল, দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুর শিক্ষাবোর্ডে কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই করোনা মহামারিতে শিক্ষাবোর্ডের যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি সমবেদানা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করে, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া-খায়ের করা হয়।

৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে কর্মচারী ইউনিয়নের অফিস কক্ষে সভাপতি আলহাজ¦ মো: মাসুদ আলমের সভাপতিত্বে ইউনিয়নের সার্বিক বিষয় নিয়ে সাধারণ সভায় খোলামত পোষণ করেন ইউনিয়নের সদস্যরা। প্রথমেই ইউনিয়নের সভাপতি বিগত দুই বছরের আয়-ব্যায় হিসাব, গত মিটিং এর কার্য বিবরনী,মাসিক চাঁদা আদায়,নির্বাচন পরিচালনা কমিটির নাম প্রস্তাবসহ ইউনিয়নের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো: শহিদুল ইসলাম খান,সেকশন অফিসার মোঃ মোতাহার হোসেন, মোঃ আকবর আলী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল করিম বাবু, উচ্চমান সহকারি মোঃ আমিনুল ইসলাম, মোঃ হারুন-উর রশীদ, নিন্মমান সহকারি মোঃ আজিজার রহমান রাজু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সারোয়ার হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button