দেশজুড়ে

রামপালে মৎস্য চাষ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় উপপ্রকল্প পরিচালক লুকাস সরকার

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ রামপালে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্পের পরিদর্শন করেছেন প্রকল্প এর খুলনা বিভাগীয় উপপ্রকল্প পরিচালক লুকাস সরকার ৷ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি রামপাল সদরের আরডি চাষী মিলন হোসাইনের গলদা কার্প মিশ্রচাষ আরডি প্রদর্শনী ঘুরে দেখেন ৷

এ সময় বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, সাসটেইনেবল কোস্টাল প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সরোজ কৃমার মিস্ত্রী, রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ তার সাথে ছিলেন ৷

জেলা মৎস্য কর্মকর্তা জানান, গত অর্থবছরে আমরা ৪৫ জন চাষীকে এই প্রকল্পের জন্য মনোনীত করে প্রশিক্ষন দিয়েছিলাম ৷ প্রতি বছরই আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে চাষীদের এই প্রকল্পে অন্তভূক্ত করে থাকি ৷ আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারন করেছিলাম আশাকরি চাষীরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে ৷

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button