রামপালে মৎস্য চাষ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় উপপ্রকল্প পরিচালক লুকাস সরকার

0
83

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ রামপালে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্পের পরিদর্শন করেছেন প্রকল্প এর খুলনা বিভাগীয় উপপ্রকল্প পরিচালক লুকাস সরকার ৷ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি রামপাল সদরের আরডি চাষী মিলন হোসাইনের গলদা কার্প মিশ্রচাষ আরডি প্রদর্শনী ঘুরে দেখেন ৷

এ সময় বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, সাসটেইনেবল কোস্টাল প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সরোজ কৃমার মিস্ত্রী, রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ তার সাথে ছিলেন ৷

জেলা মৎস্য কর্মকর্তা জানান, গত অর্থবছরে আমরা ৪৫ জন চাষীকে এই প্রকল্পের জন্য মনোনীত করে প্রশিক্ষন দিয়েছিলাম ৷ প্রতি বছরই আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে চাষীদের এই প্রকল্পে অন্তভূক্ত করে থাকি ৷ আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারন করেছিলাম আশাকরি চাষীরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে ৷