সরিষাবাড়ীতে আলোর দিশারী’র উদ্যোগে বাউল গান অনুষ্ঠিত


তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে “আলোর দিশারী”র উদ্যোগে বাউল গান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে ভাটারা ইউনিয়নের ধোপাদহ জুলারখুপী গ্রামে ডিজেএস আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা থেকে আগত সুনামধন্য বাউল শিল্পী শোভা আক্তার, মানিক সরকার ও কেন্দুয়া কালী বাড়ী থেকে আনিস পাগলা, ভাটারা স্কুল এন্ড কলেজের অফিস সহকারী ইদ্রিস মাষ্টার, যুবরাজ, তারাসহ ১০-১২ জন শিল্পী বাউল গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। এ সময় অনুষ্ঠানে নৃত্য করেন-শিশু শিল্পী ফারজানা আক্তার জীম ও জুই।
বাউল গান অনুষ্ঠানে ডিজেএস আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইংল্যান্ড প্রবাসী নাছিমুল বারী তালুকদার (তুহিন)।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন-মহিষাবাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও বাদল মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে-আলোর দিশারী এর সভাপতি ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সভাপতি রকিব, মজিবর রহমান, যুগ্ম সম্পাদক লিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ইসলাম, সমাজসেবক বেলাল মন্ডল, গিয়াস মল্লিক, দুদু মল্লিক, হাসমত আলী, মোস্তফা, মুজা,সোজা, সাজু দোকানদার,আফছার,আশেক,মিন্টু,সবির উদ্দিন,সবির, আলোর দিশারী সদস্যরা উপস্থিত ছিলেন।
বাউল গান অনুষ্ঠানটি পরিচালনা করেন- সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি ও আলোর দিশারীর সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু।