ইন্দোনেশিয়ায় কারাগারে আগুনে পুড়ে ৪১ বন্দি নিহত


ইন্দোনেশিয়ায় বন্দি বোঝাই এক কারাগারে অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়েছে। এদের মধ্যে অনেকেই তাদের সেল থেকে বেরুতে পারেনি। রাজধানী জাকার্তার উপকণ্ঠে টাংগেরাং জেলখানায় মঙ্গলবার গভীর রাতে এই আগুন লাগে।
টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে, কারাগারের একটি অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
আগুন লাগার পর কারাগারের কর্মচারীরা সবাই বেরিয়ে পড়েন, কিন্তু কিছু বন্দিকে তারা সেল থেকে বের করতে পারেনি। এই আগুন কেন লেগেছে কর্তৃপক্ষ এখন তা তদন্ত করে দেখছে।তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হচ্ছে।
কারাগারের যে অংশে আগুন লাগে সেই ব্লক-সি’র মোট ধারণ ক্ষমতা ৪০ হলেও সেখানে ১২২ জন বন্দিকে রাখা হয়েছিল। নিহত বন্দিদের মধ্যে দু’জন বিদেশিও রয়েছে। এদের একজন পর্তুগালের এবং অন্যজন দক্ষিণ আফ্রিকার নাগরিক।
কারাগারটিতে ৬০০ বন্দি থাকার কথা থাকলেও সেখানে দু’হাজারেরও বেশি মানুষকে রাখা হয়েছিল। আগুনে আট ব্যক্তি গুরুতর আহত হয়।
ইন্দোনেশিয়া আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী ইয়াসোনা লাওলি এক সংবাদ সম্মেলনে জানান, কারাগারটি ১৯৭২ সালে নির্মিত হয়। কিন্তু এরপর এর বৈদ্যুতিক ব্যবস্থা আর হালনাগাদ করা হয়নি। সূত্র: বিবিসি বাংলা