নেত্রকোণায় হেলথ ক্যাম্প উদ্বোধন

0
84

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির(২০১৯-২০২০ অর্থবছরে ভাতাপ্রাপ্ত) ভাতাভোগীদের জন্য হেলথ ক্যাম্প ৭,৮,৯ তিন দিন ব্যাপি কার্যক্রম উদ্বোধন ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে (৭ সেপ্টেম্বর) মঙ্গলবার জেলা পাবলিক হল প্রাঙ্গণে বেলা সাড়ে ১১ টায় জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলামিন মিয়া, নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা সিভিল সার্জন মোঃ সেলিম মিয়া জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

এ সময় বক্তব্য রাখেন,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলামিন মিয়া, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা সিভিল সার্জন মোঃ সেলিম মিয়া জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমানসহ আরো অনেকে।