জাতীয়

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসীদের পুনর্বাসন এবং সবুজ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সহায়তার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নেদারল্যান্ডের রোটারড্যামে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) সম্মেলনের ফাঁকে আইএমএফ প্রধান ও কয়েকজন ডাচ মন্ত্রীর সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে বৈঠককালে বাংলাদেশী পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফ এর সহায়তার জন্য অনুরোধ জানান।

এ সময় ড. মোমেন জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির-স্তরের উচ্চতা বৃদ্ধি, লবনাক্ততা বৃদ্ধি, নদী ভাঙ্গন, বন্যা ও খরাসহ বাংলাদেশের মানুষ যে সব দুর্দশার সম্মুখীন হচ্ছে তা বর্ণনা করেন।
তিনি এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন।

জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশকে বৈশ্বিক নেতা আখ্যায়িত করে ড. মোমেন জলবায়ু পরিবর্তন সহনশীল হয়ে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত বেশকিছু প্রকল্পের অর্থায়নের জন্য আইএমএফ এর সহায়তা কামনা করেন।

আইএমএফ প্রধান বৈঠককালে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকারের ভূমিকার এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। এ সময় জর্জিয়েভা আশ্বাস দেন যে, তার অফিস জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে।

অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা বিষয়ক ডাচ মন্ত্রী বারবারা ভিসারের সাথে বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নেদারল্যান্ডের সহায়তা কামনা করেন।

এ সময় তিনি সমুদ্রের পানির-স্তর বৃদ্ধি, নদী ভাঙ্গন, বন্যা ও খরা থেকে রক্ষায় বাঁধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং এ লক্ষ্যে বাঁধ নির্মাণে ডাচ পরামর্শ ও সহায়তা কামনা করেন। ড. মোমেন বলেন, ডাচ সরকার বাংলাদেশের বিভিন্ন স্থানে বাস্তবায়নাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) পানি ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তা প্রদান করতে পারে।

এ সময় ভিসার বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রীকে ডাচ সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। এছাড়াও উভয়পক্ষ বৈঠককালে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এক সাথে কাজ করতে সম্মত হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী টম ডি ব্রুইনের সাথেও বৈঠক করেন। বৈঠকে ড. মোমেন এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের পরও কিছু সময়ের জন্য ডাচ বাজারে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকার অব্যাহত রাখার অনুরোধ জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে নেদারল্যান্ডের মন্ত্রীকে অবিহিত করেন। তিনি বলেন, ডাচ আমদানিকারকরা ফার্মাসিউটিক্যালস ও আইসিটি সেবাসহ বিভিন্ন বাংলাদেশী পণ্য ও সেবা আমদানি করতে পারেন।

এ ছাড়াও তিনি ব্রুইনকে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানী ও সবুজ প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে ডাচ উন্নয়ন সহযোগিতা কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) সম্মেলনে অংশ গ্রহণের জন্য বর্তমানে নেদারল্যান্ডে অবস্থান করছেন। ড. মোমেন জিসিএ বোর্ড মেম্বার এবং জাতিসংঘের সদ্য-সাবেক মহাসচিব বান কি মুন এ সংস্থার চেয়ারম্যান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button