জাতীয়

৩ বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে নির্দেশ

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর পরীক্ষা চালু করা হবে। এরপর বাকি দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে এই পরীক্ষা চালু করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু হলে চার ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button