দেশজুড়ে

ঘাটাইলে নতুন ইউএনও সোহাগ হোসেনের যোগদান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আজ ৫ সেপ্টেম্বর রবিবার টাঙ্গাইলের ঘাটাইলে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করেছেন সোহাগ হেসেন। এর আগে তিনি নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ইউএনও হিসাবে কর্মরত ছিলেন। তিনি ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে চাকুরীতে যোগদান করেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা।

এর আগে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার সরকার গাজীপুর জেলা প্রশাসক (অতিরিক্ত) হিসেবে পদায়ন করে বদলী করে জনপ্রশাসন মন্ত্রনালয়। গত ১১ জুলাই তিনি গাজীপুর জেলা প্রশাসক (অতিরিক্ত) হিসেবে যোগদান করেন। তার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন । তিন আজ রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএ সোহাগ হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেন ।

এ সময় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button